বর্তমান ফেসবুক হলো জনপ্রিয় একটি মাধ্যম কেনোনা এখন কস বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকে। এমন কোনো লোক নেই যে ফেসবুক ব্যবহার করে না। এটা বললে ভুল হবে কারণ এখন সবাই ফেসবুক ব্যবহার করে। আর দিন দিন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও বেড়েই চলছে। আর আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি তাদের সবাই সতর্ক থাকা দরকার। কেনোনা  যে কোন সময় আমাদের ফেসবুক আইডি এর সমস্যা হতে পারে।

তার জন্য আমাদের সবাইকে সব সময় সতর্ক থাকতে হবে।  কেনোনা  আপনার ফেসবুক আইডি এর পাসওয়ার্ড কেউ যদি জানে তাহলে পরবর্তী যে কোনো সময়ে আপনার ফেসবুক আইডি এর সমস্যা হতে পারে। তাই আপনির যখন ফেসবুক আইডি ব্যবহার করবেন তখন সে দিকে লক্ষ্য রাখবেন যে কোন ভাবেই যেনো আপনার ফেসবুক আইডি এর পাসওয়ার্ড কেউ না জানে।

আরও পড়ুন 

ডাউনলোড করুন imo সর্বশেষ সংস্করণ – 2021 বিনামূল্যে আইএমও

2021 এইচএসসি ফলাফল প্রকাশের তারিখ

ফেসবুক মেটা মেসেঞ্জার ডাউনলোড করুন 2022

অনার্স ২য় বর্ষের রুটিন ২০২১(প্রকাশিত)

আবার আপনি তাদের চিনবেনা তাদের কে আপনি কখনোই  আপনার বন্ধু বানাবেন না কারণ আপনি যাদের চিনবেনা তাদের যদি বন্ধু বানান তাহলে সে আপনাকে বন্ধু পরিচয় দিয়ে  নানা ধরনের মেসেজ দিয়ে তারা আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারে।আর সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর আপনি যদি একটু সতর্ক থাকেন তাহলে আপনার ফেসবুক আইডি নিরাপদ রাখতে পারবেন। আর কোনো ভাবেই যদি আপনার ফেসবুক আইডি  হ্যাক হয়ে যায়।

আর আপনার ফেসবুক আইডি যদি অন্য কারো হাতে চলে যায়  তাহলে  আপনি বিপদে পড়তে পারেন।কেনোনা সে যদি আপনার ফেসবুক আইডি থেকো কোনো ধরনের অসামাজিক পোস্ট দেয় তাহলে  সব কিছুর দায় আপনার উপর পরবে কেনোনা পোস্ট টা আপনার ফেসবুক আইডি থেকে পোস্ট  করা হয়।

বর্তমান দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক যা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। আর কেনোনা আমরা সবার সাথে সহজেই যোগাযোগ করতে পারি, এবং সব সময় আপডেট কিছু জানতে পারি ও খবর পড়া ইত্যাদি কাজে বর্তমান মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। তবে সেই ফেসবুক আইডি যদি হ্যাক হয়। আর আপনার আইডি যদি অন্য কারো দখলে চলে যায় তাহলে সেটা আপনার জন্য বিপদ জনক হতে পারে।

কেনোনা সে যদি আপনার ফেসবুক আইডি দিয়ে কোন ধরনের ক্রাইম করে তার দায় ভার সব আপনাকে নিতে হবে। কেনোনা সেই ক্রাইম আপনার ফেসবুক আইডি থেকে হয়েছে। তাই আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া   মাত্রই আপনি কি করবেন সেই বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

.আপনি প্রথমে http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করবেন।

. তারপর,,My account is compromised,, অপশনে  ক্লিক করবেন। আর সেখানে হ্যাক হওয়া অ্যাকাউন্টের তথ্য চাওয়া হলে আপনি  সেখানে দুটি অপশনের দেখতে পাবেন যেমন (মোবাইল নাম্বার বা জিমেইল নাম্বার)এর মধ্যে আপনি যে কোনো একটি  দিবেন।

. তবে আপনার দেওয়া সব তথ্য যদি সঠিক হয় তাহলে আপনার অ্যাকাউন্টিতে দেখতে পাবেন যে  আপনার বর্তমান এবং পুরাতন পাসওয়ার্ড সেখানে চাইবে।আর আপনি সেখানে আপনার ফেসবুক আইডি এর পুরাতন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন।

. তবে সবচেয়ে বড় কথা হলো হ্যাকার যদি আপনার  জিমেইল আইডি পরিবর্তন না করে থাকে তাহলো আপনি আপনার জিমেইল আইডি রিকভারি করলেই আপনি আপনার ফেসবুক আইডি ফিরে পাবেন আশ করি।

. তবে হ্যাকার যদি জিমেইল আইডি ও মোবাইল নাম্বারসহ,, Log in,, করার জন্য প্রয়োজনীয় সব তথ্য পরিবর্তন করে থাকে তাহলো আপনি,, Need another way to authentication? -> Submit a request to Facebook এই অপশনে ক্লিক করবেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও ফেসবুক আইডি সরবরাহের ও ফর্ম পূরণের মাধ্যমে হ্যাক করা ফেসবুক আইডি উদ্ধার করা সম্ভব।