বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় App হলো হোয়াটসঅ্যাপ আমরা সবাই ব্যবহার করে থাকি কারণ এই অ্যাপের মাধ্যমে আমরা অতি সহজেই আমরা সবার সাথে সহজেই যোগাযোগ করতে পারি। ভিডিও কল, অডিও কল, চ্যাট করতে পারি খুবই সহজে এবং হোয়াইট অ্যাপ এর মাধ্যমে আমরা নানা ধরনের কাজ ও করতে পারি কোন প্রকার ঝামেলা ছাড়াই। আর এই জন্য এই অ্যাপটি সবার কাছে অনেক বেশি জনপ্রিয়।

বর্তমান সময়ে মেসেজিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় App হলো হোয়াটসঅ্যাপ আর এই অ্যাপের প্রতি এতটাই নির্ভরশীল যে আমরা আমাদের সকল ধরনের কাজে এই অ্যাপ ব্যবহার করে থাকি। আবার আমরা আমাদের অফিসের কাজে ও এই ধরনের অ্যাপ ব্যবহার করে থাকি তাই এটা সবার কাছে অনেক বেশি জনপ্রিয় একটি অ্যাপ। তার কারণ হলো এই অ্যাপের মাধ্যমে আমরা ভিডিও কল, ভয়স কল,ভিডিও পাঠানো ও ছবি পাঠানো এবং চ্যাট ও সব ধরনের কাজ করতে পারি এই হোয়াটস অ্যাপ এর মাধ্যমে। আবার What’s App এর মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনী ও কিছু তথ্য শেয়ার করে থাকি এবং আমরা আমাদের গোপন কিছু তথ্য শেয়ার করে থাকি যা আমরা চাই না সেই শেয়ার করা তথ্য গুলো সবাই দেখুক।

তার জন্য  আমরা সবাই চাই যে আমাদের এই সব তথ্য গুলো গোপন করে রাখতে আর তার জন্য আপনি What’s App এ একটা ফিচার ব্যবহার করতে পারেন আর এই ফিচার ব্যবহার করলে আপনার গোপন করা তথ্য আর কেউ দেখতে পাবেনা। তো চলুন শুরু করা যাক কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে সেসেজ ডিলিট না করে কিভাবে আপনি আপনার চ্যাট গুলো  গোপন করবেন।

কিভাবে আপনি অ্যান্ড্রয়েডের ফোনের ক্ষেত্রে  Whats App চ্যাট হাইড করে রাখবেন

. সবার প্রথমে আপনি আপনার  What’s App অ্যাপটি ওপেন করবেন।

. এরপর আপনি  যে চ্যাট টি  গোপন রাখতে  চান সেটার  ওপর  আপনি লং প্রেস করে রাখবেন।

. তারপর আপনি উপরে একটি,, আর্কাইভ,, অপশন দেখতে পাবেন  (মিউট এর পাশে) আর আপনি সেখানে ক্লিক করবেন।

. এরপর  আপনার প্রয়োজনীয় চ্যাট হাইড হয়ে যাবে।

 আবার কিভাবে আইফোনের ক্ষেত্রে  আপনি What’s App চ্যাট হাইড রাখবেন

.  প্রথমে আপনি আপনার What’s App ওপেন করবেন তারপর আপনি আপনার চ্যাট লিস্টতে যাবেন।

. আর আপনি যে কনট্যাক্টের চ্যাট গোপন রাখতে  চান সেটা ডানদিকে আপনি সোয়াইপ করবেন।

. তারপর আপনি ডানদিকে সোয়াইপ করলে আপনি একটা অপশন দেখতে পারবেন সেটা হলো,, আর্কাইভ,, অপশন দেখা যাবে এবং সেখানে আপনি ক্লিক করবেন।

. তারপর আপনার প্রয়োজনীয় চ্যাট হাইড হয়ে যাবে।

কিভাবে আপনি আপনার What’s App গোপন চ্যাট আবার ফিরিয়ে আনবে

. আপনার গোপন চ্যাট ফিরিয়ে আনার জন্য আপনাকে প্রথমে আপনার What’s App অ্যাকাউন্ট ওপেন করতে হবে ।

. তারপর আপনি চ্যাট স্ক্রিনের  একেবারে  নীচে যাবেন।

. এরপর এখানে আপনি Archived অপশন এ ক্লিক করবেন।

. তারপর আপনি Archived চ্যাটের উপর লং প্রেস করবেন। এরপর আপনি দেখতে পাবেন Unarchived অপশন আর সেখানে আপনি ক্লিক করবেন।

. আর এভাবেই আপনার গোপন চ্যাট ফেরত আসবে।

আর এই নিয়ম গুলো ফলো করলে আপনারা অতি সহজেই  আপনার গোপন রাখা চ্যাট সহজেই হাইড করতে পারবেন তাই আশা করি আপনারা সবাই বুঝতে  পারছেন।