বর্তমান আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি।তবে সারা বিশ্বের লোকজন এখন তাদের  পছন্দের সব ধরনের জিনিস দেখতে ও শুনতে অনেক বেশি ভালোবাসে। আর এর অন্যতম একটি বিনোদন মূলক প্ল্যাটফর্ম ব্যবহার করে যার মধ্যে অন্যতম হলো YouTube কারণ ইউটিউব এমন একটি ওয়েবসাইট যে সেটা সবাই জানে আর এটা কম বেশি সবাই ব্যবহার করে থাকে। তবে ইউটিউব ব্যবহার করে মুভি,ভিডিও গান,দেখার জন্য সবাই ব্যবহার করে। কেনোনা বর্তমান বিশ্বের যে কোনো ভিডিও গান,ইউটিউব  সমস্ত কিছু পাওয়া যায় এবং সব ধরনের ভাষায়। আর কেনোনা বর্তমান ইউটিউবের মাধ্যমে আমরা অতি সহজেই সব ধরনের ভিডিও দেখতে পারি।

YouTube এর অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম :-

কেনোনা Youtube একটি জনপ্রিয়  ওয়েবসাইট হওয়ায় এটি বর্তমান বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং একটি ওয়েবসাইট। আর এখানে আপনি প্রায় সমস্ত ভাষার ভিডিও পাবেন। এই সাইটের ভিডিও সংগ্রহ খুব বড় যা অনুমান করাও কঠিন। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ইউটিউব থেকে এতগুলো ভিডিও আসে, সেগুলো আপনার এবং আমাদের মতো লোকেরাই আপলোড করে থাকে। আর যার জন্য আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। আজ আমরা আপনাকে ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম এই সম্পর্কে আজকে আমি আপনাদের বলব। যে কিভাবে আপনারা ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করবেন।

কিভাবে আপনারা ইউটিউব অ্যাউকাউন্ট তৈরি করবেন তার নিয়ম :-

আপনি কিভাবে ইউটিউবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন খুবই সহজেই। আর এর জন্য আপনাকে আলাদা ভাবে কোন অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নেই। আর আপনি যদি আপনার  মোবাইল ফোনে একটি Google অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে আপনি সেই  জিমেইল আইডি থাকে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে ইউটিউব অ্যাকাউন্টে ,, সাইন ইন,,করতে পারেন। আর আপনি এই  জিমেইল অ্যাউকান্টের সাহায্যে আপনি ইউটিউবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আর আপনি যদি গুগলে সার্চ দেন যে How to create YouTube  account কিভাবে তৈরি করবেন।

.ওয়েবসাইট তৈরি করবেন সর্ব প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে বা কম্পিউটারের যেকোনো একটি ওয়েবসাইটে গিয়ে Youtube.com লিখে সার্চ দিবেন

. Log in Gmail account আপনি YouTube ওয়েবসাইট টি খোলার পরে আপনি ঠিক উপরের ডানদিকে দেখতে পাবেন যে,, SIGN IN,, নামে একটি অপশন দেখতে পাবেন। আর আপনি সেখানে ক্লিক করবেন তার পর আপনি আপনার জিমেইল আইডির  এর সাহায্যে লগইন করবেন।

. এরপর আপনি উপরে Your Channel লেখার অপশনে ক্লিক করবেন । আর Login করার পরে আপনি ডান পাশে দেখতে পাবেন যে আপনার জিমেইল আইডির  একটি ফটো দেখতে পাবেন।আর আপনি সেই আইকনটিতে অপশনে ক্লিক করবেন তারপর  আপনি অনেক গুলো বিকল্প পদ্ধতি দেখতে পাবেন। আর আপনি সেখানে,,Your Channel,, এ ক্লিক করবেন।

. Use A Business Or Other Name অপশনে ক্লিক করবেন। এরপর আপনি Your Channel এ ক্লিক করার পরে আপনি আর একটি নতুন পেজ আপনার সামনে আসবে। আর এতে আপনাকে একটি ব্যবসায় বা অন্য নাম ব্যবহার করবেন সেখানে লেখা থাকবে [Use A Business or Other Name]ক্লিক করতে হবে। এরপরের পেজে আপনি উপলভ্য চ্যানেল বিকল্প গুলো থেকে এরপর আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের নাম বা বিভাগ এবং  আপনার ব্যবসা ও পছন্দ অনুসারে আপনাকে  সিলেক্ট করতে হবে।  তারপরে আপনি পণ্য ও ব্র্যান্ডসংস্থা প্রতিষ্ঠান বা সংস্থাশিল্প, বিনোদনসহ খেলাধুলা ইত্যাদি।

. কিভাবে প্রোফাইল পিকচার সেট করবেন ইউটিউব অ্যাকাউন্ট এর নাম এবং ব্র্যান্ড সেট করার পরে। আপনি নিচে প্রদর্শিত তৈরি করবেন আর আপনি (Create) অপশনে ক্লিক করবেন। আর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইউটিউব অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

. কিভাবে চ্যানেল কাস্টমাইজ করবেন তারপরে আপনি যদি আপনার ইউটিউব অ্যাকাউন্ট আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আপনি কাস্টমাইজ অ্যাকাউন্টতে ক্লিক করবেন। আর এরপর আপনার চ্যানেলটিকে পরিপূর্ণ করে তোলার জন্য কি প্রয়োজন তা আপনাকে বলা হয়।

. কিভাবে চ্যানেল আর্ট যুক্ত করবেন আপনি চাইলে কাস্টমাইজ অ্যাকাউন্ট এর বিকল্প পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টের প্রোফাইল ছবি সেট করতে পারবেন। তবে আপনি চাইলেই আপনার ইউটিউব অ্যাকাউন্টে আপনি কভার পিকচার রাখতে পারবেন। তার জন্য আপনাকে একটা পেজ যেতে হবে সেটা হলো অ্যাকাউন্ট আর্ট যুক্ত করবেন (Add Channel Art)  অপশনে ক্লিক করবেন। আর আপনি যেখান থেকে আপনি আপনার  কভার পিকচারটি ইনস্টল করতে সক্ষম হবেন।আর এরপর আপনার ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। দেখুন একটি ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা কতটা সহজ। এরপর আপনি চাইলেই আপনার ইউটিউব চ্যালেনে ভিডিও আপলোড করতে পারবেন।