Facebook profile lock করার পদ্ধতি ;-

বন্ধরা আমরা কম বেশি সবাই এখন ফেসবুক আইডি ব্যবহার করে থাকি। আর এই ফেসবুক অ্যাপের মাধ্যমে আমরা অনেক সহজেই আমাদের ফেসবুক প্রােফাইল লক করতে পারবো।সেটা হয় তো অনেকেই জানিনা আমরা তো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি প্রোফাইল লক করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো।তবে ফেসবুক এই অ্যাপসের নতুন আপডেটের পরেই এই ফিচারস  একটা নুতুন অপশন দেখতে পাবেন।তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা

ওই অপশনটি আপনার মোবাইলে ফোন থেকে ,, Enable,,করবেন এবং কিভাবে আপনার প্রোফাইল লক করতে হয় সেটাও এই পোস্টে আমি সম্পূর্ণ দেখাবো।

ফেসবুক প্রোফাইল লক;-

তবে ফেসবুক ইউজারদের অনেক রিকুয়েস্ট এবং তাদের সুবিধার্থে এখন ফেসবুক এই ফিচারটির জন্য আলাদা একটা অপশন দিয়েছে।কিন্তু দেখা যেতো আগে আমাদের ফেসবুক আইডি যদি প্রোফাইল লক করা থাকতো তাহলে সেটা Enable করার জন্য আমাদের হেল্প সেন্টারে গিয়ে আইডির প্রোফাইল লক অপশনটি Enable করতে হতো।আর এখন আপনাদের সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

তার কারণ আপনি চাইলে এখন এই নুতুন ফিচার এর সাহায্যে আপনি সেটা করতে পারবেন। আর কিভাবে সেটা আপনি করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো।তবে তার আগে যারা জানেন না যে ফেসবুক ও নিজের প্রোফাইল লক সিস্টেম কি? সেটার সম্পর্কে একটু বলি।

Facebook profile lock কি ;-

ফেসবুকে নিজের profile lock হচ্ছে যারা নিজের আইডিকে প্রাইভেট রাখতে চাই,এবং তাদের পোস্ট করা ছবি,ভিডিও, মেসেজ ও শেয়ার করা সব কিছুই এবং পার্সোনাল তথ্য ইত্যাদি বন্ধু ছাড়া অন্য কোনো অপরিচিত ব্যক্তি যেনো কোন কিছু দেখতে না পাই সে জন্য আমরা আমাদের ফেসবুকের নিজের প্রোফাইল লক করি।

Facebook profile lock করার নিয়ম ;-

তো বন্ধুরা আপনাদের সবার কাছে আশা করি একটি মোবাইল ফোন রয়েছে আর সেই ফোন টি অবশ্যই ফেসবুক অ্যাপসটি ইনস্টল করা আছে।যদি এই অ্যাপসটি আপডেট না করা থাকে তাহলে আগে আপনি আপনার ফেসবুক অ্যাপস টি আপডেট করে নিবেন।

১. ফেসবুক অ্যাপটি আপডেট করা হলে  ফেসবুক অ্যাপটি ওপেন করবেন,তারপরে আপনি আপনার প্রোফাইল পিকচারের এ টাচ করবেন।

২. এরপর Facebook profile পিকচার ওপেন হলে নিচে  Add story পাশে থ্রী ডট  আইকন বাটনে টাচ করবেন,

৩. তারপরে আপনি আপনার profile settings  পেজ ওপেন হলে সেখানে আপনি “lock profile” অপশন দেখতে পাবেন আর আপনি সেখানে ক্লিক করবেন,

৪. এরপরে নিচে দেখতে পারবেন “lock your profile” নামে একটা অপশন আর আপনি সেখানে ক্লিক করবেন আর ক্লিক করার পরে  আপনার profile lock হয়ে যাবে।

profile lock করা হয়ে গেলে ফেসবুক আপনাকে জানিয়ে দেবে যে আপনার profile lock সাকসেস হয়েছে।You locked profile এই লেখা টি আপনি আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে আপনার profile lock হয়ে গেছে।

তাছাড়া profile lock হয়ে গেলে আপনি প্রোফাইলে “your profile is locked” এই লেখা টি ও দেখতে পাবেন।

যায় হোক profile lock হয়ে গেলে আপনি হয় তো যে কোন দিন আবার কোনো সময়  unlock ও করতে পারেন।সেটা কিভাবে করবেন সেটা ও দেখাবো আজকে,

ফেসবুক profile lock খোলার পদ্ধতি ;-

ফেসবুক profile unlock করতে উপরের মতোই  সেম পদ্ধতি ফলো করবেন,

Homepage নিজের ছোটো profile ফটোতে  ক্লিক করবেন।এরপর,, add to story,, এর নিচে your profile is Locked এর পাশে,, learn More,,অপশনে ক্লিক করবেন।

আর ডানদিকে,, unlock,,অপশন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করবেন,

এরপর নিচে,, unlock profile,, অপশনে ক্লিক করবেন তারপর আপনার প্রোফাইল,,unlock,, হয়ে যাবে।