বর্তমান ফোন নাম্বারের মতোই আমাদের ইমেইল প্রয়োজন এবং সেটা খুবই গুরুত্বপূর্ন। আর আপনি যদি  স্টুডেন্ট হন বা business, করেন।সোশ্যাল মিডিয়া,জব এপলাই,এবং অনলাইনের সকল প্রকার কাজকর্মেই করতে আপনাদের একটি  ইমেইল অ্যাকাউন্ট প্রয়োজন।  যাই করেন না কেনো এমনকি আপনি মোবাইল ফোন ব্যবহার করতে গেলে আপনাকে একটা ইমেইল id এর প্রয়োজন। কেনোনা আপনি যদি ইমেইল আইডি যদি না খুলেন তাহলে আপনি আপনার মোবাইল ফোনের Play Store রে প্রবেশ করতে পারবে না  কারণ Play Store রে প্রবেশ করতে গেলে আপনাকে আগে ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

How to create a gmail account

বর্তমান আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি।এর ফলে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা দরকার।কারন জিমেইল অ্যাকাউন্ট থাকলে আমরা গুগল, ইউটিউব, গুগল ম্যাপস,ড্রাইভ,প্লেস্টোর ইত্যাদি ব্যবহার করতে পারবো আর যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা এই গুলো ব্যবহার করতে পারবোনা। তার জন্য প্রয়োজন একটি জিমেইল অ্যাকাউন্ট।তো চলুন কিভাবে আপনারা একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন।

জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম

Create account  

আপনি প্রথমে আপনার ফোনের Settings যাবেন তারপর আপনি Accounts  ক্লিক করবেন

এরপর আপনি Add Accounts এ ক্লিক করবেন

তারপর আপনি আবার Google  ক্লিক করবেন

এরপর আপনি create account  ক্লিক করবেন

create account  ক্লিক করার পর আপনি My self এ ক্লিক করবেন

এরপর আপনি First Name ও Last Name লিখবেন  আর লেখার পর আপনি Next অপশনে ক্লিক করবেন

তারপর আপনি আপনার ..দিন ..মাস..তারিখ….  এরপর আপনি.. মেইল ..বসাবেন  এরপর আপনি Next অপশনে ক্লিক করবেন

এরপর আপনি Create account যে নাম দিয়ে আপনি জিমেইল তৈরি সেটা ওখানে লিখবেন এরপর আপনি Next অপশনে ক্লিক করবেন

তারপর আপনি password বসাবেন আর password বসানোর পর Next অপশনে ক্লিক করবেন

আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন তারপর আপনি Next অপশনে ক্লিক করবেন

এরপর আপনি Yes,i’m in  ক্লিক করবেন

তারপর আপনার ফোনে একটা ভেরিফাই কোড আসবে আর আপনি সেই কোড টি বসাবেন আর এরপর আপনি Next অপশনে ক্লিক করবেন

এরপর আপনি Iagree অপশনে ক্লিক করবেন

এরপর আপনি Next অপশনে ক্লিক করবেন

তারপর আপনি Accept এ ক্লিক করবেন

আর এরপর আপনার জিমেইল অ্যাকাউন্ট তৈরি  হয়ে যাবে । তাহলে বন্ধুরা আশা করি আপনারা সবাই এখন জিমেইল একাউন্ট তৈরি করতে পারবেন। তবে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে ৫-১০ মিনিট সময় লাগবে।এরপর আপনি যখন একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার পর কারো কাছে যখন একটি জিমেইল পাঠাবেন তখন

আপনি প্রথমে জিমেইল App টি ওপেন করবেন।এরপর আপনি নিচে ডানদিকে একটি গোল প্লাস (+) আইকন অপশনে দেখতে পাবেন আর আপনি সেখানে ক্লিক করবেন। আর আপনি যাকে জিমেইল পাঠাবেন আপনি তার জিমেইল Id লিখুন তার জিমেইল লিখে পর আপনি সেন্ড করে দিন।আর এরপর আপনি মেনুতে গিয়ে  All inbox এ আপনার id তে আসা সব জিমেইল দেখতে পাবেন।আর কয়েকদিন ব্যবহার করলেই সব আপনি সহজে বুঝতে পারেবন।