আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ভিন্ন ধরনের আর্টিকেল,

চলুন তাহলে শুরু করা যাক;

বিআইপি মূলত হোয়াটস অ্যাপ ও ইমুর এর বিকল্প হিসেবে এই অ্যাপটি অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে।আর এই ইমু অ্যাপের প্রতি আমি অত্যন্ত এখন বিরক্ত শুধু আমি না কম বেশি সবাই বিরক্ত। তার কারণ অশ্লীলতা ছড়ানোর পুরো দায়িত্ব বোধ হয় সে একাই ঘাড়ে নিয়েছে।বিরক্ত হয়ে বার বার এই অ্যাপটি আমরা কম বেশি সবাই বার বার আনইনস্টল করি।তবে বাধ্য হয়ে আবার ইনস্টল করতে হয়।তার কারণ কারো কারো সাথে যোগাযোগের এটাই এক মাত্র মাধ্যম। তথ্য সন্ত্রাসের এই যুগে মুসলমানদের একটা স্বতন্ত্র যোগাযোগ মাধ্যমের প্রয়োজন ছিল খুব বেশি।তবে তুরস্ক পুরো মুসলিম উম্মাহর পক্ষে থেকে সে দায়িত্ব আদায় করে দিল। ইমু অ্যাপ বর্জন করুন।আর বিআইপি অ্যাপ ব্যবহার করুন আর টাকে জনপ্রিয় করে তুলুন।

তবে তুরুষ্কের প্রেসিডেন্ট সমগ্র মুসলিম ও বিশ্বকে আহব্বান করেছেন এই অ্যাপ ব্যবহার করার জন্য, তুরস্ক কেন What’s App বাদ দিয়ে Bip App ব্যবহার করছেন ? তবে তুর্কী এর প্রেসিডেন্ট এরদোগানের নির্দেশে মার্কিন নিয়ন্ত্রণাধীন এই অ্যাপে What’s App তুরস্কের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সেই সঙ্গে What’s App এর পরিবর্তে তুর্কী নাগরিকদের পাশাপাশি সমগ্ৰ বিশ্বের মুসলিমদের তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন তুর্ক সেলের অ্যাপের Bip অ্যাপের মাধ্যমে ব্যবহারের অনুরোধ করেছে তুরস্ক।

তো চলুন আমরা হোয়াটস অ্যাপস,ইমু,ইত্যাদি মেসেজ করার অ্যাপস কে বদলে ফেলে মুসলিমদের বানানো অশ্লীলতা মুক্ত অ্যাপ ব্যবহার করি সবাই।

এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিনঃ-

অ্যান্ড্রয়েট ফোন ব্যবহারকারীর জন্য ( Android User)

বিআইপি – মেসেজিং, ভয়েস এবং ভিডিও কলিং – গুগল প্লেডাউনডে অ্যাপ্লিকেশনগুলি এখানে ক্লিক করুন (আকার: ৪১.৩ মেগাবাইট)

আই ফোন ব্যবহারকারীর জন্য, ( Apple user)

বিআইপি – মেসেজিং, ভয়েস এবং ভিডিও কলিং অ্যাপস, এখানে ডাউনলোড করুন (আকার: ২৯১.৮এমবি)

অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে আপনি অ্যাপটি ইনস্টল করবেন ;

তারপর অ্যাকাউন্ট খুলুনঃ

প্রথমে অ্যাপ ওপেন করবেন।

এরপর Get Bip’n  এ ক্লিক করবেন।

তারপর countinue অপশনে ক্লিক করবেন।

Allow অপশনে ক্লিক করবেন ।

এরপর আপনি আপনার ফোন নাম্বার দিবেন তারপরে আপনি Get Verification Code অপসনে ক্লিক করবেন।

yes অপশনে ক্লিক করবেন।

এরপর নিচে আপনার নাম লিখবেন ও আপনি আপনার ছবি দিবেন তার পর Done ক্লিক করবেন  আর আপনার কাজ শেষ।

আপনার মোবাইল নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনাকে প্রথমে “০” বাদে পরের সব নাম্বার দিবেন।

বিঃদ্রঃ যদি আপনি প্রথমে “০১” দিয়ে নাম্বার দেন তাহলে আপনি কারো সাথে কন্টাক করতে পাবেন না সহজে আর এতে সমস্যা হবে।আবার দেখা যাবে যে অনেক সময় মেসেজ সেন্ড হবে না। আর যদি ও মেসেজ সেন্ড হয় তাহলে সেই ল মেসেজ আসবে না।সে জন্য আপনার মোবাইল  নাম্বার দেবার আগে অবশ্যই “০” বাদ দিবেন।তবে আপনি চাইলে এটাতে যে কোনো ধরনের ছবি HD কোয়ালিটিতে পাঠাতে পারবেন।তো বন্ধরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন।