আপনিও কি কোনো What’s App অদ্ভুত কোনো মেসেজ পেয়েছেন,আর তার ফলে আপনি ক্রাশ হয়ে গেছে শুধু মাএ একটা ম্যাসেজের কারণে আপনার হোয়াটস অ্যাপ? তাহলে আপনি একা এই সমস্যায় পড়ছেন তা না,কারণ  বর্তমান সবাই এরকম সমস্যা পরে কারণ তারা না বুঝে মেসেজের উওর দেয় ফেলে এরকম সমস্যায় তারা পরে। আবার দেখা যায় যে  ব্রাজিল সহ অনেক দেশের মানুষের সাথেই এধরনে ঘটনা ঘটছে। কারণ আপনারা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে আপনারা দেখে শুনে আপনারা আপনাদের মেসেজের উত্তর দিবেন। আর আসলে বেশ কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, তারা তাদের ইনবক্সে অদ্ভুত ধরনের মেসেজ দেখতে পায়।আর সেটি হলো স্পেশাল ক্যারেক্টরে লেখা।আর ওদের  ভাষা সহজে  Whats App  ডিকোড করতে পারেনা। যে জন্য   মেসেজ রিসিভ হবার পরপর অ্যাপ ক্র্যাশ হয়ে যায়। তবে We beta into তাদের রিপোর্টে তারা জানিয়েছে,যে ”আপনাদের যে কোনো পরিচিত কন্টাক্ট থেকে একটা মেসেজ পাঠানো হতে পারে, আর যেটি অদ্ভুত অক্ষর ব্যবহার করে লেখা থাকে। আপনি সেগুলো ভালো করে পড়তে দেখতে পাবেন। যে এই মেসেজ টির কোনো মানে নেই, যার ফলে What’s App এর এই মেসেজটি তখন আপনি ভুয়ো মেসেজ ভাবতে পারেন কারণ অনেক সময় Whats App এর মেসেজগুলো সম্পূর্ণরূপে রেন্ডার করতে  পারেনা, কারণ এদের স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা এই কারণে মেসেজগুলোর সংমিশ্রণ গুলো এমন একটি পরিস্থিতি তৈরি করে যার কারণে What’s App এর  মেসেজটি প্রসেস করতে ও পারে না  সহজে এবং অ্যাপটি তখন সম্পূর্ণরূপে ক্র্যাশ হয়ে যায় ।

আবার রিপোর্টে আরও জানান যে এই মেসেজগুলো অনেক সময় ভার্চুয়াল কার্ড এবং  V Card রূপেও পাঠানো হতে পারে।তবে we beta into  তারা আরো জানিয়েছে, আপনি যদি এই ভার্চুয়াল কার্ড মেসেজটি খোলেন

, আপনারা দেখতে পাবেন যে প্রায় ১০০ টি ও বেশি অ্যাসোসিয়েট কন্টাক্টেট থাকবে।এর মূল কারণ প্রতিটি কন্টাক্টের নাম হবে খুবই দীর্ঘ এবং অদ্ভুত আকারে লেখা থাকবে আর এর মধ্যে ক্র্যাশ কোডটি ও লুকানো থাকে।আবার কখনও কখনও ভার্চুয়াল কার্ড গুলোকে এডিট করে Payload ইনজেক্টেড করে দেওয়া হয় এবং  যা এই সমস্যাটি আরও গুরুতর করে তোলে।

 এই সমস্যা থেকে কিভাবে বাঁচবেন :

আপনি কখনো যদি আপনার মোবাইল ফোনে এই ধরণের কোনও মেসেজ এসে থাকে, আর যেখানে অনেক অনেক স্পেশাল ক্যারেক্টর ব্যবহার করা হয়েছে তাহলে চেষ্টা করবেন Whats App Web এর মাধ্যমে সেই কন্টাক্টটিকে ব্লক করে দিবে এতে করে আপনাকে তারা কোনো ভাবে আর ফাতেদে ফেলতে পারবেনা ।

কারণ এই জনপ্রিয়  মেসেজিং অ্যাপটা প্রতিদিন কোটি কোটি মেসেজ,ও ভিডিও ছবি  আদান প্রদান করে এক দেশে হতে আর এক দেশ । আর প্রায় সকলের কাছেই What’s App এর স্কুলের বন্ধুদের,ও অফিস কলিগদের  জন্য আলাদা আলাদা গ্রুপ থাকে এবং সেই গ্রুপে  সারা দিনরাত মেসেজ দেওয়া ও নেওয়া হয়। কিন্তু এই মেসেজ দেওয়া নেওয়া এর মাঝে যে মারাত্মক বিপদ লুকিয়ে আছে,তারা কেউ সেটা এতদিন জানতো না। আর এই গ্রুপ চ্যাট আপনার মোবাইল ফোনের অন্দরমহলের দরজা হট করে খুলে দিতে পারে হ্যাকারা  এমন আশঙ্কার কথাই সম্প্রতিদের কাছে প্রকাশ্যে এনেছে Wired-এর একটি রিপোর্টে। আবার দেখা যায় যে অনেকেই  আপডেটেড What s App ডাউনলোড করেছেন কারণ আপনি জানেন কি এতে আপনার কি  ধরনের  সর্বনাশ হতে পারে

আর রিপোর্টার আরও জানান যে আদতে এটি একটা প্রযুক্তিগত খামতি। এবং যার অর্থ হলো ‘বাগ’।আর এক্ষেত্রে তিনি নিজেই এই সার্ভারটি নিয়ন্ত্রণ করেন, তিনি তার গ্রুপের অ্যাডমিনের অনুমতি ছাড়াই তিনি যে কাউকে তার  ইনভিটেশন লিঙ্ক পাঠাতে পারবেন। কোনো প্রকার  অথেনটিকেশনের প্রয়োজন পড়বেনা। আর ২০১৬ সালে-তে অতিরিক্ত নিরাপত্তার জন্য তারা ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ প্রযুক্তি  ব্যবহারের জন্য নিয়ে এলো এবং পরে বহুবার অ্যাপটির সমালোচনা করা হয়ে ছিলো। যার মোকাবিলায় সম্প্রতি বেশ কতগুলো নতুন  ফিচার নিয়ে এসেছে What’s App এর আপডেটেড বেটা ভার্সনে সাথে  যোগ হয়েছে লাইভ লোকেশন ফিচার। আর এর পাশাপাশি, কোনো What’s App এর ইউজার ফোন নাম্বার পালটালে ও তাঁর ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকা কারণ  সমস্ত ইউজারদের কাছে তখন অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। যার অর্থ হলো এখন থেকে ফোন নাম্বার পালটালেও প্রত্যেককে আপনার নতুন ফোন নাম্বার আর ফোন করে কাউকে জানাতে হবে না। তবে আপনি আপনার নিজের নতুন নাম্বার যদি আপনি কাউকে জানাতে না চান। তাহলে আপনি নাও জানাতে পারেন। কারণ সেই অপশনও আছে।

তবে অ্যাপটির সাইজ আরও ছোট হয়ে গেছে।আবার নতুন Whats App এর  সাইজ ছোট হলেও এখনো মাত্র ৬ এমবি। তাছাড়া ও এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটির ৪৭৩ টি ছোটখাট ত্রুটি কে নতুন ভার্সনে ঠিক করে দেওয়া হয়ে