তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন  একটা অ্যাপের কথা বলবো ৷ যে অ্যাপস আপনাদের মোবাইল ফোনের কত পারসেন্ট চার্জ আছে সেটা বলে দিবে (১৫%, ২৫%, ৩০%,৪০%৫০% ৬০%, ৭৫%, ৮০%, ৯০%, ৯৫%)চার্জ শেষ হলোই সেটা বলে দিবে৷

তো চলুন বন্ধুরা আজকের মতো শুরু করা যাক সর্বপ্রথমে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।  আর এটি একটি প্রয়োজনীয় অ্যাপস ৷

তবে ব্যবহারকারীকে এলার্ট করে ভয়েস ও চার্জিং থেকে মোবাইল ফোনের ব্যাটারি রক্ষা করবে এই অ্যাপস। আর প্রথম আপনার চার্জ এলার্ট নোটিফিকেশন-৭০%, ৭৫%, ৮০%, ৮০%, ৯০%, ৯৫%  হলেই এই অ্যাপটি কথা বললবে।

স্ক্রীনশট:-

ইনফর্মেশন:-

Features:-

তবে আপনার ফোনে চার্জ দেওয়ার সময় বিপ বিপ শব্দ হবে প্রতিটি ব্যাটারির % লেভেলে এর সময় । আর স্পষ্ট এলার্ট সাউন্ড কথা বলবে আপনার battery এর চার্জ completed হলে।আর এরপর আপনি আপনার ব্যাটারি চার্জিং status দেখবেন। তারপর আপনি আপনার ব্যাটারির এর temperature status দেখবেন এবং এরপর আপনার ব্যাটারির স্বাস্থ্যের status দেখবেন।আর Enable/Disable Setting ও করতে পারবেন ।আবার আপনি চাইলে কাস্টম থিমস ও ব্যাবহার করতে পারবেন যেমন Background colour & Styles ৷ আপনি আপনার মোবাইল ফোনের ব্যাটারি performance বেশি করতে পারবেন।